শিরোনাম

আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ, গুরবাজ-ওমরজাইয়ের দাপট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। শারজাহতে সোমবার (১১ নভেম্বর) ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান, গুরবাজ ও ওমরজাইয়ের শক্তিশালী ব্যাটিংয়ের ওপর ভর করে।

বাংলাদেশ শুরুতে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, ২১তম ওভার পর্যন্ত ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। তবে এরপর গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০০ রানের পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। ১২০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ, যেখানে ছিল ৭টি ছক্কা ও ৫টি চারের মার। অপরদিকে, ওমরজাই ৭৭ বলে ৭০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন, তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার।

বাংলাদেশের ইনিংসে ওপেনিংয়ে সৌম্য সরকার ও তানজিদ হাসানের ৫৩ রানের জুটির পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ১৯ রানে ৪ উইকেট হারায় দল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ ১৪৫ রানের কার্যকরী পার্টনারশিপে দলকে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন। মিরাজ ৬৬ রান করে আউট হন, আর মাহমুদউল্লাহ ৯৮ রান করে শেষ বলে রান আউট হন।

আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। রশিদ খান ও মোহাম্মদ নবি একটি করে উইকেট নেন।

এই জয়ে শারজাহতে নিজেদের সিরিজ জয় অব্যাহত রাখলো আফগানিস্তান।

  • আফগানিস্তান
  • বাংলাদেশ
  • বাংলাদেশ ক্রিকেট
  •