অনলাইনে আয়কর ও ভ্যাট পরিশোধে খরচ কমানোর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক অনলাইনে আয়কর পরিশোধের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। এখন থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধে আগের তুলনায় কম খরচ হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে বুধবার (১৩ নভেম্বর) সকল ব্যাংক, এমএফএস এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে ইস্যুকৃত কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকার নিচে লেনদেনে ২০ টাকা এবং ২৫ হাজার টাকার ওপরে লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা মাশুল ধার্য করা হয়েছে। মোবাইল ব্যাংকিং বা পিএসপি ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে মাশুল হবে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের আগেই, ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়ে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে আয়কর পরিশোধে মাশুল কমানোর অনুরোধ জানিয়েছিল। ২০২১ সালের ১৮ অক্টোবরের প্রজ্ঞাপন অনুসারে, আগে অনলাইনে আয়কর পরিশোধে ১ দশমিক ৬ শতাংশ মাশুল ধার্য ছিল, যা এনবিআর প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছিল।
এনবিআর একইসাথে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিলের প্রক্রিয়াকে সহজ করার নির্দেশনাও দিয়েছে। ভ্যাটদাতাদের জন্য দেশের সকল ভ্যাট কমিশনারেট ও বিভাগীয় অফিসগুলোতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভ্যাটদাতারা সহজেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিয়ে ঝামেলামুক্ত থাকতে পারবেন এবং আধুনিক ও স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।