রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডসহ পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। শৃঙ্খলাভঙ্গজনিত কারণে লেভেল-২ বিধি লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে ঢাকা মেট্রোর বিপক্ষে ষষ্ঠ রাউন্ড ও খুলনার বিপক্ষে সপ্তম রাউন্ডে খেলতে পারবেন না আকবর।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালে আকবর আলি আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেন। জানা গেছে, ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ব্যাটিংয়ের সময় আউট হলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে একটি চেয়ার ভেঙে ফেলেন।
বিসিবি সূত্র জানিয়েছে, ম্যাচের ফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন এবং ম্যাচ রেফারি আখতার আহমেদ ম্যাচ রিপোর্টে আকবরের আচরণ নিয়ে অভিযোগ করেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আকবরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
আকবরের নিষেধাজ্ঞা রংপুর দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। জাতীয় লিগে ভালো অবস্থানে থাকা দলটি তাদের অধিনায়ককে ছাড়া গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলতে হবে।