সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নাসির উদ্দীন বলেন, “এই দায়িত্বকে আমি জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা দীর্ঘদিন ধরে ফ্রি-ফেয়ার নির্বাচনের জন্য লড়াই করেছেন এবং অনেকে এর জন্য রক্তও দিয়েছেন। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, তাদের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনে আমার সঙ্গে একটি শক্তিশালী দল রয়েছে। আমরা সবাই মিলে রাজনৈতিক দল ও দেশের মানুষের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”
সংস্কারের বিষয়ে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে নির্বাচনের আগে কিছু আবশ্যকীয় সংস্কার প্রয়োজন। যারা নতুন ভোটার, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা, এবং অন্য যে সব ক্ষেত্রে সংস্কার দরকার, তা দ্রুত বাস্তবায়নের জন্য একটি কমিশন ইতোমধ্যেই কাজ করছে। আশা করছি দ্রুতই সেগুলো সম্পন্ন হবে।”
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, “আমাদের অভিপ্রায় সঠিক। যে রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ভোটাধিকার চেয়ে আসছে, তাদের দাবির প্রতি আমরা সহমত পোষণ করি এবং সহযোগিতা করব। জাতির প্রতি আমরা দায়বদ্ধ।”
নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে কত সময় লাগবে, এ প্রশ্নে তিনি বলেন, “এখনই নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। প্রথমে দায়িত্ব বুঝে নিতে হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হব।”