লিওনেল মেসির কোচ হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। প্যারিস অলিম্পিকের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে মেসিকে পেতে চাইলেও সেটি সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত মাশ্চেরানো মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ইন্টার মায়ামির সাবেক কোচ জেরার্দো টাটা মার্টিনো দায়িত্ব ছাড়ার পর সম্ভাব্য কোচ হিসেবে জাভি হার্নান্দেজ ও হ্যাভিয়ের মাশ্চেরানোর নাম শোনা যাচ্ছিল। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো কিছুদিন আগে নিশ্চিত করেন যে মাশ্চেরানোই হতে যাচ্ছেন ক্লাবটির নতুন কোচ।
মাশ্চেরানো এবার ইন্টার মায়ামিতে কোচিং করাবেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ মেসি, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ এবং জর্দি আলবাকে। এর আগে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
ইন্টার মায়ামি তিন বছরের জন্য মাশ্চেরানোর সঙ্গে চুক্তি করেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তিনি দলের সঙ্গে কাজ শুরু করবেন। ক্লাবের সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, তারা এমন একজনকে চেয়েছিলেন, যিনি খেলোয়াড়দের সর্বোচ্চ প্রতিভা প্রকাশে সহায়তা করতে পারেন। মাশ্চেরানো আন্তর্জাতিক ফুটবল এবং যুব ফুটবলে কোচিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
কোচ হিসেবে দায়িত্ব পেয়ে মাশ্চেরানো বলেছেন, “ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়া আমার জন্য অনেক সম্মানের। ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করতে প্রস্তুত। সমর্থকদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই।”
রিভার প্লেট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাশ্চেরানো খেলেছেন করিন্থিয়ানস, ওয়েস্ট হ্যাম, লিভারপুল এবং বার্সেলোনার মতো ক্লাবে। বার্সার হয়ে পাঁচবার লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে তার। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।