শিরোনাম

মেসি-ডি মারিয়াকে নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই দলটিই খেলবে কোপার আগে দুটি প্রস্তুতি ম্যাচে।

২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রাথমিক এই দল থেকে হয়তো তিনজনকে বাদ দিয়ে কোপা আমেরিকার ২৬ জনকে চূড়ান্ত করবেন কোচ স্কালোনি। লিওনেল মেসিই নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে। তাঁকে অধিনায়ক করে ঘোষিত দলে বড় কোনো চমক অবশ্য নেই। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ৩৬ বছরের আনহেল দি মারিয়া।

তবে বাদ পড়েছেন পাউলো দিবালা। আর্জেন্টিনার দলে আছেন তিনজন লিগ জয়ী তারকা—জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও এজেকুয়েল প্যালাসিওস। আলভারেজ ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরি ‘এ’ জিতেছেন মার্তিনেজ আর প্যালাসিওস বুন্দেসলিগা জিতেছেন বেয়ার লেভারকুসেন জার্সিতে।

কোপার শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে আগামী ৯ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা।

সেখানে গোলরক্ষক হিসেবে থাকবেন: ফ্রাংকো আরমানি, জেরোনিসো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।

আর ডিফেন্ডার হিসেবে থাকবেন: গনজলো মনটিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, জারমান পেজেল্লা, লুকাস মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো।

আর মিডফিল্ডার হিসেবে থাকবেন: গুইডো রোদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রোদ্রিগো দি পল, এজেকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

আর ফরোয়ার্ড প্লেয়ার হিসেবে থাকবেন: আনহেল দি মারিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস, গনজালেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ।

  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • ফুটবল
  •