শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় তিনি স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান।

সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি সকাল পৌনে ১০টার দিকে জাতীয় শহীদ মিনারে গিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। একইসাথে, জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • প্রধান বিচারপতি
  •