শিরোনাম

১ নভেম্বর থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে চলবে অভিযান: পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর টাউন হল সুপার মার্কেটে পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ১ অক্টোবর থেকে সুপার শপগুলোতে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। এর বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি, যেগুলো বাজারে সহজলভ্য এবং সুলভ মূল্যে পাওয়া যাবে।

উপদেষ্টা আরও জানান, তারা মানুষকে ভয় দেখিয়ে বা শাস্তির মাধ্যমে নয়, বরং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে চান। তিনি পলিথিনকে পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে এর ব্যবহার বন্ধ করার গুরুত্ব তুলে ধরেন।

তবে, ক্রেতা ও বিক্রেতারা মন্তব্য করেছেন যে, কাঁচা মাছ-মাংস বহনের জন্য উপযুক্ত বিকল্প না পেলে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা সীমিত হতে পারে।

  • usharbani
  • ঊষারবাণী
  •