শিরোনাম

ইসরাইলি হামলায় হামাসপ্রধান সিনওয়ার নিহত, যে বার্তা দিল ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তগুলো ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক্সে প্রকাশিত একটি পোস্টে ইরানি মিশন উল্লেখ করেছে, যখন মুসলিমরা শহীদ সিনওয়ারকে যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলায় দেখতে পাবে—তাকে লুকানো আস্তানায় নয়, বরং প্রকাশ্যে দাঁড়ানো অবস্থায়, তখন প্রতিরোধের চেতনা আরও জোরালো হবে।

পোস্টে আরও বলা হয়েছে, তিনি যুবক ও শিশুদের জন্য একটি আদর্শ হয়ে উঠবেন, যারা তার দেখানো পথে ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাবে। যতদিন দখলদারিত্ব ও আগ্রাসন থাকবে, ততদিন প্রতিরোধ থাকবে। শহীদেরা বেঁচে থাকবেন এবং তাদের ত্যাগই অনুপ্রেরণার উৎস হবে।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার দক্ষিণ গাজায় এক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার কয়েকমাস পর ঘটে।

ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় সিনওয়ারসহ তিনজন নিহত হন। শনাক্তকরণের পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনওয়ারের মৃত্যুর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তবে গাজায় যুদ্ধ শেষ হচ্ছে না; জিম্মিদের মুক্তির আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

  • usharbani
  • ইরান
  • ঊষারবাণী
  •