শিরোনাম

লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহিত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) লেবাননে সংঘাতে জড়িত সব পক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছে। ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিষদটি। খবর দিয়েছে আলজাজিরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর সময় একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। লেবাননে জাতিসংঘের এই মিশন ইউনিফিল নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে ২৯ অক্টোবর, ৭ এবং ৮ নভেম্বর লেবাননে শান্তিরক্ষীদের ওপর আক্রমণ হয়েছে।

তবে নিরাপত্তা পরিষদ এই বিবৃতিতে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করেনি।

নিরাপত্তা পরিষদের সদস্যরা বলছেন, শান্তিরক্ষীদের কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। পাশাপাশি তারা ইউনিফিলের ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইউনিফিলের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছে।

ইউনিফিল দক্ষিণ লেবাননে ইসরায়েল ও লেবাননকে বিভক্তকারী ব্লু লাইন বরাবর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানো এবং একটি পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংসের অভিযোগ এনেছে। বিশেষত, ৭ নভেম্বরের একটি ঘটনায় তারা বুলডোজার ও খনন যন্ত্র ব্যবহার করে দক্ষিণ লেবাননে একটি ইউনিফিল পোস্ট আংশিক ধ্বংস করে।

অস্ট্রিয়া জানিয়েছে, ২৯ অক্টোবর হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের আঘাতে লেবাননে তাদের আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়ায় ইউনিফিল ও লেবানিজ সেনাবাহিনীর সদস্যদের জন্য ঝুঁকি বেড়েই চলেছে।