আসন্ন বিপিএল আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই আসরকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা। এ লক্ষ্যে আজ বিপিএলের নতুন মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে।
মাস্কট উন্মোচনের আয়োজনটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ। অনুষ্ঠানে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর সম্মিলিত আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে প্রদর্শিত হয় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত প্রামাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবির পরিচালকরা অনুষ্ঠানে অংশ নেন। নারী ও পুরুষ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও তারুণ্যের এই উৎসবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আমন্ত্রিত ছিলেন।
২০২৫ বিপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এবারের বিপিএল আসর ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সাতটি দল— ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স— প্রতিযোগিতায় অংশ নেবে।
বিশ্ব ক্রিকেটে আরও গ্রহণযোগ্যতা তৈরি করতে বিসিবি এ বছর বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল টিকিটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, অভিজ্ঞ দেশি-বিদেশি আম্পায়ারদের নিয়োগ এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক।