বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত হয়।
ড. ইউনূস বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে দেশের শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখন আমাদের মূল কাজ হলো গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা।
পূর্ববর্তী নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা টানা তিনটি মেয়াদে বিতর্কিত নির্বাচন আয়োজন করেছিলেন, যেখানে জনগণের ভোটাধিকার কার্যত উপেক্ষিত ছিল। তিনি আরও বলেন, একনায়কতান্ত্রিক আচরণের মাধ্যমে শেখ হাসিনা নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করতেন।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, চলতি বছরের আগস্টে ছাত্রদের নেতৃত্বে একটি বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী প্রাণ হারান। এ আন্দোলনই ধীরে ধীরে হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়। অবশেষে, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ড. ইউনূস বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ সময় বিক্ষোভে শত শত মানুষের প্রাণহানি ঘটে।
তিনি আরও জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিচারিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিক রায় ঘোষণা হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। এ প্রক্রিয়ায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে ভারত বাধ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি।