শিরোনাম

কারাগার থেকে পলাতক ৭০০ বন্দি এখনও অধরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনায় ২ হাজার ২০০ জনেরও বেশি কারাবন্দি পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে এখনো ৭০ জন জঙ্গিসহ ৭০০ বন্দি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

বুধবার সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১ হাজার ৫০০ জনকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক থাকা ৭০ জন এখনো অধরা। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ১১ জন জামিনে মুক্ত হয়েছেন, এবং জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক ১৭৪ জন মুক্তি পেয়েছেন।

বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে, যার মধ্যে ১৭টি কারাগার পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মহাপরিদর্শক উল্লেখ করেন। এসব কারাগারের মেরামত অত্যন্ত জরুরি।

কারাগারের ধারণক্ষমতা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশে কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা ৪২ হাজার হলেও বর্তমানে সেখানে ৬৫ হাজার বন্দি রয়েছে, যা ধারণক্ষমতার চেয়ে প্রায় ২৩ হাজার বেশি।

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তিনি জানান, কারাগারের নিরাপত্তায় অবকাঠামোগত সমস্যার পাশাপাশি বহিরাগত নিরাপত্তার বিষয়টিও রয়েছে, যা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভ্যন্তরীণ নিরাপত্তায়ও কিছু ঘাটতি রয়েছে।

কারাগারে হামলার ঘটনায় ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন, যাদের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • কারা মহাপরিদর্শক
  • কারাগার
  •