শিরোনাম

সাকিবের গায়ানাকে হারিয়ে রংপুরের প্রথম জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
সাকিবের গায়ানাকে হারিয়ে রংপুরের প্রথম জয়

গ্লোবাল টি-টোয়েন্টি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তানজিম সাকিবের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়েছে সোহানের রংপুর। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর এ জয় রংপুরের জন্য স্বস্তি বয়ে এনেছে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে গায়ানা ১৯.১ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায়।

রংপুরের ব্যাটিংয়ে শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ২৭ রানেই হারায় প্রথম পাঁচ উইকেট। তবে সেখান থেকে ইনিংস গড়েন পাকিস্তানের খুশদিল শাহ। তার ৪৭ বলে ৫৮ রানের ইনিংস দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে। তাকে সঙ্গ দেন সোহান, রিশাদ, এবং হারমিত সিং।

গায়ানার পেসার তানজিম হাসান সাকিব বল হাতে চমৎকার পারফর্ম করেছেন। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি দুটি উইকেট শিকার করেন। তবে সবচেয়ে সফল ছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। এই দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার ব্যাটিংও ধসে পড়ে। রংপুরের মতো তারাও ২৭ রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারায়। শাই হোপ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৪৪ বলে ৩৫ রান করেন তিনি। তবে অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন।

রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন কামরুল ইসলাম। তিনি ৩.১ ওভারে মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। হারমিত সিং ৪ ওভারে ১২ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রিশাদ এবং মেহেদী হাসান একটি করে উইকেট দখল করেন।

এই জয়ে রংপুর রাইডার্স আসরে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল।

  • usharbani
  • ঊষারবাণী
  • গায়ানা অ্যামাজন ওরিয়র্স
  • গ্লোবাল টি-টোয়েন্টি
  • রংপুর রাইডার্স
  •