গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এসি বাস সার্ভিস চালু করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়ি বিআরটি অফিসে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গত বছরগুলোতে বিআরটি প্রকল্পসহ দেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো দুর্নীতি হয়নি। কেউ যদি পূর্বের দুর্নীতির বিষয়ে গ্রহণযোগ্য তথ্য প্রদান করে, তবে মন্ত্রণালয় তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, “বিআরটি প্রকল্পে প্রায় ৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। তবে প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকায় জনগণ এর পূর্ণ সুফল পাচ্ছিল না। আগামী জুনের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে। আপাতত বিআরটি লেনে ছোট যানবাহন ও বিআরটিসি বাস চলাচল করবে।”
প্রাথমিকভাবে ১০টি এসি বিআরটিসি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে চলাচল করবে।
শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা। যাত্রী চাহিদা ও স্টেশনগুলোর প্রস্তুতির ভিত্তিতে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।