শিরোনাম

ইউক্রেনে প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার পক্ষ থেকে লড়াইয়ে অংশ নিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৪ ডিসেম্বর) দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে হামলায় রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছে। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, উল্লেখযোগ্যসংখ্যক উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে মিলে লড়াই করছে।

জেলেনস্কি আরও বলেন, “উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সঙ্গে সম্মিলিত ইউনিট হিসেবে কাজ করছে এবং আপাতত শুধু কুরস্কের যুদ্ধে অংশ নিয়েছে। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে বোঝা যাচ্ছে, ভবিষ্যতে তাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও মোতায়েন করা হতে পারে।”

তবে এ পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভৌগোলিক সীমান্তে প্রবেশ করেনি বলে জানান তিনি।

উত্তর কোরীয় সেনাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বিষয়টি নতুন উদ্বেগ তৈরি করেছে উল্লেখ করে জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি আরও জোরালো সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি বলেন, “এই পরিস্থিতি নিয়ে আমি আগামী সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করব।”

রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের খবর নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তারা বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।