শিরোনাম

আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত-সারজিসের সংহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে কমিশন গঠনে সরকারের উদাসীনতার অভিযোগ তুলে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মাহিন এ কর্মসূচির ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে। সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম মাহিনের এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

হাসনাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আমার ভাই মাহিনের পাশে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। (হ্যাশট্যাগ) আইএমউইথমাহিন।’

অন্যদিকে, সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে গঠিত কমিশন বাতিলের প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের দাবিতে মাহিন সরকার যে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন, আমি তার সঙ্গে একাত্মতা জানাই। ইনশাআল্লাহ, আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে।’

এর আগে, মাহিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আমি মাহিন সরকার, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার। বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি এই অবস্থান থেকে বিন্দুমাত্র পিছপা হব না।’