শিরোনাম

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশ তা আটকে দিয়েছে।

বুধবার দুপুরে শাহবাগ থানার সামনে এই পদযাত্রাটি বাধা দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। এ সময় অন্যরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে সম্প্রতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার এ দাবিতে নেতৃত্ব দিচ্ছেন। তার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের পদযাত্রার আয়োজন করা হয়।

শাহবাগে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগী বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে যোগ দেন। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক থাকা বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দিতে হবে।

বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে কয়েক হাজার লোকের একটি মিছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দিলে শাহবাগে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা সাপেক্ষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।

প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার আগে মাহিন সরকার উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই শান্ত থাকুন। আমরা একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানের জন্য যাচ্ছি। ফিরে এসে আমরা আপনাদের সিদ্ধান্ত জানাব। আশা করছি, আপনারা তা বাস্তবায়ন করবেন।”