ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার কোনো শত্রুর হামলায় নয়, বৈরি আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল। রোববার (১ সেপ্টেম্বর) ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৯ মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যার ফলে তিনি প্রাণ হারান। একই দুর্ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানসহ বাকি আরোহীরাও মারা যান।
এই দুর্ঘটনার পর ইরানজুড়ে কয়েকদিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। প্রিয় নেতাকে বিদায় জানাতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সব আনুষ্ঠানিকতা শেষে ইব্রাহিম রাইসিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হয়।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। এ বিষয়ে তদন্তের জন্য সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল গঠন করা হয়। পরবর্তীতে দলটির চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে বৈরি আবহাওয়ার উল্লেখ করা হয় এবং কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়।