বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব নয়। সবকিছু একসঙ্গে বদলে ফেলা যায় না; ধাপে ধাপে অগ্রসর হওয়াই সঠিক পথ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, স্বৈরাচারের সময় যখন কেউ সাহস করে কথা বলত না, এখন জনগণ অধিকার আদায়ে মাঠে নেমেছে। ধৈর্য হারানো যাবে না। বর্তমান সরকারের অভিজ্ঞতার অভাবে ভুল হচ্ছে। তারা একটি কাঠামো তৈরি করার চেষ্টা করছে। গণতন্ত্র ফিরলে এসব ত্রুটি ঠিক হয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের সমস্যা সমাধানের ক্ষমতা বেশি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার নিশ্চিত করতে হবে।