জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি (রিড আউট) প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন, যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর নির্ভরশীল।
প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানান এবং বাংলাদেশের নতুন সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও, ড. ইউনূসের প্রেস উইং জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন।