শিরোনাম

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে তিনি এ কথা বলেন।

একনেক সভার পর্যালোচনা:
এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

আন্দোলনের প্রেক্ষাপট ও আহ্বান:
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ঢাকার সড়কে শিক্ষার্থীসহ বিভিন্ন গোষ্ঠীর আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,

“তোমাদের ন্যায্য দাবি নিয়ে আলোচনায় এসো। সেগুলো যৌক্তিক হলে আমরা সমাধানের ব্যবস্থা করবো।”

তিনি আরও উল্লেখ করেন যে অনেক দাবির ইতোমধ্যে সমাধান হয়েছে, কারণ সেগুলো যৌক্তিক ছিল। তবে কিছু দাবির যৌক্তিকতা নেই, তবুও সড়ক কিংবা রেললাইন অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, যা মেনে নেওয়া যাবে না।

জনগণের অবস্থান:
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন,

“যারা অন্যায্য দাবি নিয়ে মানুষকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, নিজেদের দাবি ন্যায্য হলে তা আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে এবং জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকতে।

No tags found for this post.