শিরোনাম

শপথের পর যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই একের পর এক নির্বাহী আদেশ জারি করে আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন।

শপথ ও প্রথম আদেশ

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় শপথ নেওয়ার পর ট্রাম্প ওভাল অফিসে ফিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন। প্রথমেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিম তীরে ইসরাইলিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা।

দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা

ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের অবিলম্বে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ট্রাম্প একটি নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করেন। এর ফলে অবৈধ অভিবাসী বা সাময়িক ভিসায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের একজন আমেরিকান নাগরিক হলে শিশু এই স্বীকৃতি পাবে।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা

ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন। তার মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর।

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা

২০২১ সালে ক্যাপিটল হিলে হামলায় জড়িত প্রায় ১,৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ট্রাম্প।

টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিনেই বিভিন্ন বিতর্কিত ও সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশাসনের দিকনির্দেশনা স্পষ্ট করেছেন।