চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চের চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে, তবে এসব লঞ্চ দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর টার্মিনাল ত্যাগ করবে।
গত সপ্তাহ থেকে সহিংসতা এবং এর পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হলে চাঁদপুর-ঢাকা সহ বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে এবং অনেকেই ঘরবন্দি হয়ে যান।
এদিকে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুরে কারফিউ শিথিল করা হয়েছে। এই পরিস্থিতিতে নৌপথে লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নিরাপদ, কম খরচ এবং আরামদায়ক হওয়ায় স্বল্প আয় এবং মধ্যবিত্ত মানুষের কাছে নৌপথে লঞ্চ যাতায়াত বেশ জনপ্রিয়।
যাত্রীদের অনেকেই জানান, প্রায় এক সপ্তাহ পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হয়েছে। ব্যবসা, চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে তারা সহজেই এই নৌপথ ব্যবহার করতে পারছেন।
তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, গত কয়েক দিন তাদের পরিবহন বন্ধ থাকায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে এবং নৌপথ স্বাভাবিক রাখতে তাদের দাবি রয়েছে।
এদিকে, চাঁদপুর থেকে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ৪টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে গেলেও, সকাল সাড়ে ১০ টার দিকে বিপরীত দিক থেকে মাত্র ১টি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর টার্মিনালে পৌঁছেছে।
চাঁদপুর লঞ্চ টার্মিনালে কর্মরত বিআইডব্লিউটিএ’র পরিদর্শক মো. শাহ আলম জানিয়েছেন, সরকারের কারফিউ পরিস্থিতির ওপর নির্ভর করবে যাত্রীবাহী লঞ্চের চলাচল। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর টার্মিনাল থেকে সবশেষ যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যাবে। তবে পরবর্তী সিদ্ধান্ত সরকারের প্রয়োজনীয় নির্দেশনার ওপর নির্ভর করবে।
চাঁদপুর-ঢাকা নৌপথে বড় আকারের ১০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে, এছাড়া চাঁদপুর-নারায়ণগঞ্জসহ অন্যান্য কিছু নৌপথে ২৫টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।