শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ: ব্যাংকিং খাতের অস্থিতিশীলতার নতুন অধ্যায়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার (০৯ আগস্ট) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠান, যা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি, এবং আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। নতুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও এই বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তবে শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয় ও এর আওতাধীন তিনটি বিভাগের সঙ্গে তার বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকে অনুপস্থিত ছিলেন আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক তার পদত্যাগের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার, যার মেয়াদ ছিল চার বছর। তার মেয়াদকালে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়, বিশেষ করে ব্যাংক খাতে দুর্নীতি, অনিয়ম, খেলাপি ঋণ, অর্থ পাচার, এবং ডলার সংকটের বিষয়ে ব্যাংকের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে।

সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, যেখানে একদল কর্মকর্তা গভর্নরসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন। এর প্রেক্ষিতে ডেপুটি গভর্নরসহ আরও চারজন কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়।

No tags found for this post.