টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে এই ম্যাচটি শুরু হবে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সুপার এইটে ওঠা ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের পর এখন তাদের লক্ষ্য সুপার এইটে কোনো দলকে হারিয়ে ‘বোনাস’ অর্জন করা। হাথুরুসিংহে আরও বলেন, সুপার এইটে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ দল যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
অস্ট্রেলিয়ার পাশাপাশি সুপার এইটে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হলো ভারত ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘অন্যান্য দলের মতোই, আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং এবং বোলিংয়ে শক্তিশালী শুরু করা। পিচের চরিত্র বোঝা কঠিন হলেও আমরা শক্তিশালী পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে, কিন্তু সেটি খুব কঠিন হয়ে উঠল। পিচটি বোলিংবান্ধব ছিল, তাই আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা বিবেচনায় নেব এবং নিজেদের শক্তি অনুযায়ী খেলব।’
ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট সম্পর্কে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘এখনো দেখিনি। আমরা গতকাল সেখানে ফিল্ডিং সেশন করেছি, তবে সেটা ছিল রাতে ফ্লাডলাইটের আলোয়। উইকেট তখন ঢেকে রাখা ছিল। আমরা মাঠের আকার এবং বাতাসের দিক বোঝার চেষ্টা করেছি, কিছুটা তথ্য পেয়েছি, তবে পুরো চিত্র এখনো পাইনি।’