শিরোনাম

মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে উত্থাপন করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কক্সবাজার: মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে গুলি চালানোর ঘটনায় দেশের সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এক বিবৃতিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশের জনগণ ও সম্পদের উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌ-যান লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এতে দ্বীপে খাদ্য সরবরাহ ব্যাহত হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটেই জাতিসংঘে সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাব যেন বাংলাদেশের উপর না পড়ে সেদিকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই প্রত্যাবাসনের উপর জোর দেওয়া হয়েছে। জাতিসংঘের সংলাপে বলা হয়েছে, নানা বাধা সত্ত্বেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি, রোহিঙ্গাদের জোরপূর্বক সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং রাখাইনে ঘৃণ্য যুদ্ধ-কৌশল নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। এই সময়কালে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার থেকে বাংলাদেশের উপর সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।