বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এখন “ওয়ান স্টপ সার্ভিস” মডেলে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনের চিকিৎসকরা।
বুধবার, গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে খালেদা জিয়া লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি আছেন এবং তার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে। পরবর্তীতে কিছু অতিরিক্ত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যে আরও দুই চিকিৎসক খালেদা জিয়াকে পরীক্ষা করবেন।
অধ্যাপক জাহিদ বলেন, বর্তমানে খালেদা জিয়াকে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, রক্তচাপ, রিউমোটো আর্থ্রাইটিসসহ একাধিক রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, যদি অন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয়, তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমও বাংলাদেশি মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করছে। তারা এক ছাতার নিচে, বা “ওয়ান স্টপ সার্ভিস” মডেল অনুসরণ করার পরিকল্পনা নিয়েছেন।
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার বয়স এবং দীর্ঘ সময় ধরে বন্দিত্বের কারণে যেসব শারীরিক ক্ষতি হয়েছে, সেগুলোকে বিবেচনায় রেখে সর্বোত্তম চিকিৎসার পরিকল্পনা নেওয়া হবে। লন্ডনের চিকিৎসকরা এ ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন।”
অধ্যাপক জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “ফখরদিল্লী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনা কামনা করছি।” তিনি জানান, খালেদা জিয়ার পরিবার, বিশেষ করে তার দুই পুত্রবধু, পুত্ররা এবং নাতনিরা তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং লন্ডনে বিএনপির নেতৃবৃন্দ তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন রোগে আক্রান্ত।