রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশন বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে একটি সংস্কার রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সাংবাদিক ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান বলেন, জমা দেওয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সরকারের পক্ষ থেকে কী পরিমাণ সংস্কার বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণের জন্য শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশিত হবে।
তিনি বলেন, সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। এটি একটি গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত। এখন যদি শুধু আইনি কাঠামোর মধ্যে আটকে রেখে সংস্কার করা হয়, তবে গণঅভ্যুত্থানের যে চেতনা এবং আকাঙ্ক্ষা, তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। আমরা এই গণঅভ্যুত্থানের চেতনাকেই হৃদয়ে ধারণ করেছি।
রিজওয়ানা হাসান আরও জানান, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ কমিশনগুলোর জমা দেওয়া প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর লিখিত বক্তব্য প্রতিফলিত হয়েছে। তবে এই প্রক্রিয়া এখানেই শেষ নয়; এ নিয়ে আরও কয়েকটি ধাপে আলোচনা চলবে।
রাজনৈতিক দল নিষিদ্ধকরণের বিষয়ে তিনি বলেন, “কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্যবস্তু করে বিচার করা হচ্ছে না। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করিনি। ফলে রাজনীতিতে কোন দল কী অবস্থানে থাকবে, তা সেই দলের নিজস্ব সিদ্ধান্ত। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্ভর করে না।”