শিরোনাম

দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আজ শুক্রবার (৪ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছাবেন। দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

এ সফরটি মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর প্রায় ১১ বছর পর বাংলাদেশে আগমন। আনোয়ার ইব্রাহিমের এই সফরে রাজনীতি, অর্থনীতি এবং শ্রমবাজারের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। তার সফরটি মাত্র আড়াই থেকে তিন ঘণ্টার হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ৫৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও থাকছে, যার মধ্যে তার মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে তারা অর্থনৈতিক সহযোগিতা, শ্রম অভিবাসন, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার ইচ্ছা প্রকাশ করবে।

সফর শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন জানাবেন। সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পর এই প্রথম কোনো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি সফরে আসছেন।