শিরোনাম

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

লাল কার্ডের কারণে ভিনিসিউস জুনিয়র খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতি যেন বুঝতেই দিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি সুপারস্টার দুর্দান্ত ফিনিশিংয়ে দুই গোল করার পর স্পটকিক থেকে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। তার এই নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ স্বাগতিক রিয়াল ভায়োদলিদকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করে।

শনিবার (২৫ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে রিয়ালের হয়ে সবকটি গোল করেন এমবাপ্পে।

পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের আধিপত্য থাকলেও ভায়োদলিদ অন্তত তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে সেসব সুযোগ রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তয়া।

ম্যাচের ৩০ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন এমবাপ্পে। জুড বেলিংহ্যামের পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি এমবাপ্পের ৩২ ম্যাচে ২০তম গোল। তবে তিনি এখানেই থেমে থাকেননি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে প্রতি আক্রমণে আবার গোল করেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান। এটি ছিল তার শেষ পাঁচ ম্যাচে সপ্তম গোল।

mbappe 1

রিয়াল মাদ্রিদের হয়ে যোগ করা সময়ে স্পটকিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ভায়োদলিদে ধারে খেলা মার্তিন বেলিংহ্যাম ফাউল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারিয়েছে। ভিয়ারিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে তারা। জেরার্ড মরেনোর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সামুয়েল লিনো সমতা ফেরান।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্র নিয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৯। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকোর পয়েন্ট ৪৫। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা এবং চতুর্থ স্থানে বিলবাও। গোল গড়ে এগিয়ে থাকায় তিন নম্বরে হ্যান্সি ফ্লিকের দল।