শিরোনাম

বাংলাদেশকে সহজেই হারাল ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা ভারত সহজেই ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে টপকে যায়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৯ রানে হারায় প্রথম ৩ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সুমাইয়া আক্তারের দল।

বাংলাদেশের হয়ে অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২১ রান করেন ২৯ বলে। তার ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ ৮ উইকেটে মাত্র ৬৪ রানের পুঁজি গড়ে।

ভারতের জন্য লক্ষ্য ছিল সহজ। ওপেনার তৃষা ৩১ বলে ৪০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। সানিকা অপরাজিত ১১ রানে থেকে ম্যাচ শেষ করেন।

সুপার সিক্সে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে, যেখান থেকে সেমিফাইনালের জন্য চারটি দল নির্বাচন করা হবে। প্রথম ম্যাচে পরাজয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। সুপার সিক্সে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।