শিরোনাম

মধ্যরাতে রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
মধ্যরাতে রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শনিবার গভীর রাতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তানের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

“শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাওলাদার ও রুবেল বেপারী এবং ২১ নম্বর ওয়ার্ড” ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। এই কর্মসূচিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

বক্তব্যে শাকিল হোসেন সাদ্দাম বলেন, স্বৈরাচারী সরকার ও আওয়ামী লীগ জনগণের কাছে ঘৃণিত হয়ে পড়েছে। হাজারো প্রাণের বিনিময়ে ক্ষমতায় আসা এ দলকে আর বাংলার মাটিতে স্থান দিতে দেব না।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আমরা রাজপথে ছিলাম, আগামী দিনেও স্বনির্ভর এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সক্রিয় থাকবো। কোনো ঘৃণিত শক্তি বাধা সৃষ্টি করলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছি।