যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনের অভিযানে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইসিইর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে অথবা কিউবার গুয়ান্তানামো কারাগারে স্থানান্তর করা হতে পারে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়।
নিউইয়র্ক, শিকাগো এবং বোস্টনসহ বিভিন্ন শহরে পরিচালিত অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়। আইসিইর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।
২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর, ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে “আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান” শীর্ষক একটি আদেশ ছিল, যা জারি হওয়ার পরপরই দেশজুড়ে ব্যাপক অভিবাসন বিরোধী অভিযান শুরু হয়।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী বসবাস করছে। প্রশাসনের লক্ষ্য, অন্তত ১ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো।