প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তারা জানতে চেয়েছেন, পরবর্তী নির্বাচনকে গণতান্ত্রিক উত্তরণের একটি ধাপ হিসেবে সফল করতে আমরা কী ধরনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতির সময়সীমা সম্পর্কেও তারা প্রশ্ন করেছেন। পাশাপাশি তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ রয়েছে এবং আমাদের অনুরোধ পেলে তারা এই ভূমিকায় কাজ করবে। তারা আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেও সময় স্বল্পতার কারণে সংস্কার প্রক্রিয়া দ্রুত করার পরামর্শ দিয়েছেন।
নাসির উদ্দিন বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে আমরা সর্বশক্তি প্রয়োগ করছি। তারা সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে জোর দিয়েছেন এবং আমরা তাদের জানিয়েছি, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত রাখার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি।
সিইসি আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের এই আগ্রহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে।