শিরোনাম

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় তার পরিবারের সদস্য ছাড়াও সরকারের উপদেষ্টা, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশব্যাপী আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উপদেষ্টা হাসান আরিফের রুহের মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে আজ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এ এফ হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।