শিরোনাম

বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

ফুটবলে বার্সেলোনার জন্য সময় ভালো যাচ্ছিল না, তবে এতদিন তারা শীর্ষস্থানটি ধরে রেখেছিল। কিন্তু এবার তা হারাতে হলো। লা লিগায় আতলেতিকো মাদ্রিদ তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি সমতায় থাকার পর যোগ করা সময়ের শেষ মিনিটে আচমকাই বার্সেলোনার জালে বল পাঠায় আতলেতিকো মাদ্রিদ। অবিশ্বাস্য এবং নাটকীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে যায় দিয়েগো সিমেওনের দল।

২০০৬ সালের পর এই প্রথমবার বার্সেলোনার মাঠে লিগ ম্যাচে জয় পেল মাদ্রিদ। এর আগে তারা ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার) জয়লাভ করতে পারেনি।

প্রথমার্ধে একক আধিপত্য দেখায় বার্সেলোনা এবং পেদ্রির গোলে এগিয়েও যায়। তবে বিরতির পর রদ্রিগো দে পল সমতা ফেরান। ৯৬তম মিনিটে দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেকসান্দার সরলথ ম্যাচের জয় নিশ্চিত করেন।

গত মাসের শুরুতে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে থাকা আতলেতিকো এখন বছর শেষ করেছে বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে।

১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্র নিয়ে আতলেতিকোর পয়েন্ট হয়েছে ৪১। অন্যদিকে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।

এদিকে, হান্সি ফ্লিকের দলের বাজে সময়ও দীর্ঘায়িত হলো। প্রথম ১২ ম্যাচে ১১টি জয় পেলেও পরবর্তী ৭ ম্যাচে তারা ৬টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে—এর মধ্যে ৪টি হার, ২টি ড্র এবং ১টি জয় রয়েছে। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল তারা।