শিরোনাম

ক্ষমতাচ্যুত বাশারকে ডিভোর্স দিয়ে যুক্তরাজ্যে ফিরতে চান স্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

বিপদ যেন একের পর এক ধেয়ে আসছে সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জীবনে। বর্তমান পরিস্থিতিতে তার স্ত্রী আসমা আল-আসাদও তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। তুর্কি ও আরব সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আসমা বাশার আল-আসাদকে ডিভোর্স দিয়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বসবাস করছেন। কিন্তু সেখানে জীবনযাপনে অসন্তুষ্ট হয়ে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়েছেন তিনি। তার এই আবেদন বর্তমানে রুশ কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে।

আসমা ১৯৭৫ সালে লন্ডনে সিরীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন। তার রয়েছে ব্রিটিশ এবং সিরীয় দ্বৈত নাগরিকত্ব। লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান এবং ফরাসি সাহিত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ে তোলেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসমা। তাদের তিন সন্তান রয়েছে— হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর থেকেই আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা যায়।

বাশার আল-আসাদ বর্তমানে মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে বসবাস করছেন। সেখানে তাকে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রুশ কর্তৃপক্ষ তার বিপুল সম্পত্তি জব্দ করেছে, যার মধ্যে রয়েছে ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার নগদ অর্থ, এবং মস্কোতে ১৮টি সম্পত্তি।

এই পরিস্থিতিতে আসমা আল-আসাদ যুক্তরাজ্যে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার জন্য রাশিয়া ত্যাগ করতে চান।