শিরোনাম

রাশিয়া-পাকিস্তানের সরাসরি যোগাযোগে এলো নতুন ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই রেল যোগাযোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি সম্প্রতি এই উদ্যোগের খবর নিশ্চিত করেছেন।

পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু ২০২৫ সালে

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী লেঘারি রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, ২০২৫ সালের মার্চ মাসে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে পরীক্ষামূলক পণ্যবাহী ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ট্রেনটি রাশিয়া থেকে পাকিস্তানে পণ্য পরিবহন করবে।

রুট পরিকল্পনা: আফগানিস্তানকে বাইপাস করে রেল যোগাযোগ

এই রেলপথটি আফগানিস্তানকে এড়িয়ে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর পূর্ব শাখা দিয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে পাকিস্তানে পৌঁছাবে। নতুন এই রেল সংযোগ শুধু দুই দেশের মধ্যেই নয়, বরং আঞ্চলিক বাণিজ্যের নতুন পথ খুলে দিতে পারে।

আইএনএসটিসি: বৈশ্বিক বাণিজ্যে সম্ভাবনা

আইএনএসটিসি হলো ৭,২০০ কিলোমিটার দীর্ঘ একটি মাল্টি-মোড ট্রানজিট ব্যবস্থা, যা সড়ক, রেল এবং জাহাজপথের মাধ্যমে ভারত, ইরান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহন সহজতর করে। বিশেষজ্ঞরা মনে করছেন, নর্থ-সাউথ করিডোরটি সুয়েজ খালের কার্যকর বিকল্প হতে পারে, যা বাণিজ্য খাতে সময় ও খরচ কমাবে।

রাশিয়ান রেলওয়ে লজিস্টিকসের পরিকল্পনা

রাশিয়ান রেলওয়ে লজিস্টিকসের ভারপ্রাপ্ত জেনারেল ডিরেক্টর ওলেগ পোলেভ জানিয়েছেন, এই রুটটি পণ্য পরিবহনের সময় এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। রাশিয়ান রেলওয়ে লজিস্টিকস এই পরীক্ষামূলক ট্রেন পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাদের মতে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সরাসরি বিমান চলাচল শুরুর পরিকল্পনা

ট্রেন যোগাযোগের পাশাপাশি রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়েও আলোচনা চলছে। মন্ত্রী লেঘারি জানিয়েছেন, দুই পক্ষই এই বিষয়ে আগ্রহী এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

আঞ্চলিক বাণিজ্যে সম্ভাবনা

রাশিয়া ও পাকিস্তানের এই উদ্যোগ শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।