দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকা এই নেতা সম্প্রতি সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর দেশে ফেরেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। কায়কোবাদকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণের বিশাল জনসমাগম ঘটে।
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুলের মালা নিয়ে কায়কোবাদকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় জমায়, যা পুরো এলাকা জনসমুদ্রে পরিণত করে।
জানা যায়, মুরাদনগর থেকে চারশ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসে করে হাজারো কর্মী-সমর্থক ঢাকায় আসে। এছাড়া অসংখ্য প্রাইভেট গাড়ি ও গণপরিবহনেও নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেন।
দেশে ফেরার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীদের বিশাল একটি বহর।
ফ্যাসিবাদী সরকারের চাপ ও ষড়যন্ত্রমূলক মামলার কারণে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১৩ বছর সৌদি আরবে প্রবাসে কাটান। তবে সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত থেকে সব মামলা থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। কায়কোবাদ বিএনপির একজন বর্ষীয়ান নেতা এবং মেহনতি মানুষের জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।