জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী অনার্স কোর্সকে তিন বছরে সীমিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সকে চার বছরের পরিবর্তে তিন বছরে নিয়ে আসা হবে। অতিরিক্ত এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা হবে। ফলে, একজন শিক্ষার্থী অনার্স ডিগ্রির পাশাপাশি ডিপ্লোমার সার্টিফিকেটও অর্জন করতে পারবেন, যা কর্মক্ষেত্রে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।”
অধ্যাপক আমিনুল ইসলাম আরও বলেন, “এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা অনার্স সম্পন্ন করার পাশাপাশি ভালো চাকরির সুযোগও পাবেন। এটি একটি যুগান্তকারী ও কার্যকর সিদ্ধান্ত হতে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।