শিরোনাম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম অবস্থানে রয়েছে। স্কোর বিবেচনায় এটি গত ১৩ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন অর্জন।

বাংলাদেশের স্কোর হয়েছে ২৩, যা একই স্কোর পাওয়া কঙ্গো ও ইরানের সমান। তালিকার ক্রমানুসারে বাংলাদেশ ১৫১তম স্থানে রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ করে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, যা বিগত ১৩ বছরে সর্বনিম্ন। এবারের স্কোর অনুযায়ী দুই ধাপ অবনতি হয়েছে, ফলে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অবস্থান করেছে, আর দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের দুর্নীতির সূচক ক্রমাগত নিম্নগামী। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৫ থেকে ২৮-এর মধ্যে থাকলেও ২০২৩ সালে তা কমে ২৪ হয় এবং ২০২৪ সালে আরও এক ধাপ নিচে নেমে ২৩ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১০ম অবস্থানে ছিল, তখন স্কোর ছিল ২৪। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম এবং স্কোর ছিল ২৫।

টিআই ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী দুর্নীতির সূচক প্রকাশ করে আসছে, বাংলাদেশ এই তালিকায় প্রথম যুক্ত হয় ২০০১ সালে। সে সময় ৯১টি দেশ অন্তর্ভুক্ত ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।