এবারের ঈদযাত্রার শেষ দিনে কিছুটা যানজট ও দুর্ভোগ দেখা গেলেও উত্তরের পথে যাতায়াত মোটামুটি স্বস্তিদায়ক ছিল। ঘরমুখো যাত্রীরা বড় কোনো ভোগান্তিতে পড়েননি।
রবিবার (৩০ মার্চ) সকালবেলা কিছু জায়গায় যানজট সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়।
জানা গেছে, শনিবার (২৯ মার্চ) গভীর রাতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতু কর্তৃপক্ষ কয়েক দফা টোল আদায় বন্ধ রেখে সেগুলো সরিয়ে নেয়। এ সময় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যমুনা সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
তবে পরবর্তীতে সেতু কর্তৃপক্ষ ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ রেখে সেতুর ওপর দিয়ে দুই লেন ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপারের ব্যবস্থা করে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং অন্য বছরের তুলনায় এবার চালক ও যাত্রীরা তেমন কোনো বড় দুর্ভোগের সম্মুখীন হননি।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে মোট ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে, যার ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।