সৌদি আরব সফরে গেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার (৩ মার্চ) তিনি রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে লেবানন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননের প্রেসিডেন্ট হিসেবে এটিই আউনের প্রথম সৌদি সফর। এ উপলক্ষে রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে তার জন্য একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। বৈঠকে সৌদি আরব ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফর প্রসঙ্গে আউন বলেন, সৌদি আরবের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করবে। তিনি লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে সৌদি আরবের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সফরের পর আউন ও তার প্রতিনিধিদলের মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য আরব শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে লেবাননের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সাবেক সেনাপ্রধান জোসেফ আউন, যার মাধ্যমে দেশটির দুই বছরেরও বেশি সময়ের প্রেসিডেন্টশূন্যতা শেষ হয়।