জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “যে নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ কীভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের প্রসঙ্গ না তোলে। যতদিন আমরা খুনি হাসিনার বিচার না দেখছি, ততদিন এই দেশে কোনো নির্বাচন হবে না।
তিনি উল্লেখ করেন, “আমরা রাজপথে আছি, যারা জীবন দিয়েছে, তাদের পরিবারের পাশে থাকব। আমাদের মায়েরা এখনো কান্না করছে, আমরা অন্তত তাদের চোখের পানি মুছিয়ে যেন হাসিনার বিচার দেখে যেতে পারি। আমরা জনগণের প্রতি আহ্বান জানাই, এই বিচার নিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন।”