স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলের এজেন্ডা ও অযৌক্তিক দাবির বাস্তবায়ন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দল, মত, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে। পুলিশ বাহিনীকে যেন কোনো গোষ্ঠীর স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি দক্ষ, জনবান্ধব, আধুনিক ও মানবিক সংস্থায় পরিণত করতে হবে। এজন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশ কোনো শক্তির প্রতীক নয়; বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রতীক। জনগণের আস্থা অর্জন করতে পুলিশকে নিরলসভাবে কাজ করতে হবে, যাতে কেউ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান তিনি।