জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হলেও রোহিঙ্গা সংকটের সমাধানে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সফররত ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের উদারতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মিয়ানমারে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সেখানে একাধিক সংঘাত চলছে। তবে সংকট নিরসনে কার্যকর সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্র্যান্ডি জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় যে গুরুত্ব দিচ্ছে, সে বিষয়ে আমরা একমত হয়েছি এবং এ বিষয়ে আলোচনা করেছি।
এ বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইউএনএইচসিআর হাইকমিশনার জানান, সম্মেলনে সংস্থাটির পূর্ণ সমর্থন থাকবে এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা হবে।