স্বৈরাচারের সহযোগীরা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডকে দমন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বড় একটি অংশ সিটিজেন জার্নালিজমের সঙ্গে যুক্ত। তবে অনেকেই অজ্ঞতার কারণে ভুল তথ্য প্রচার করে ফেলেন। প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল প্রতিরোধ করা সম্ভব।’
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা তুলে ধরে শফিকুল আলম বলেন, ‘আন্দোলনের প্রতিটি পর্যায়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে তাদের অবদান ছিল অনস্বীকার্য। তারা সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করেছেন।’
বাংলাদেশ এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশ গঠনের সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে সবকিছু শেষ হয়ে যায়নি। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে, যা আলোচনা, বিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে নিতে হবে।’
নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘স্বৈরাচারের দোসররা যাতে গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’