শিরোনাম

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এনবিআরের মিলনায়তনে শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রফতানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে রিটার্ন দাখিলে যে সমস্যাগুলো রয়েছে, তা চিহ্নিত করে যথাযথ সমাধান করা হবে। ২০২৬ সাল থেকে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে অনলাইনে জমা দিতে হবে। পাশাপাশি করপোরেট ট্যাক্সও অনলাইনে দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে তার আগে করদাতাদের অনলাইন কর প্রদানের অসুবিধাগুলো দূর করা হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক দিক নির্দেশ করছে। গত ছয় মাসে রফতানি প্রবৃদ্ধি ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডেলিং ৭ শতাংশ বেড়েছে। তিনি উল্লেখ করেন, সামনে এগিয়ে যেতে হলে নেতিবাচক দিকগুলো দূর করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে সরকার চার বছরের একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে রাজস্ব আহরণ বাড়বে, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং এনবিআর কর্মকর্তাদের দক্ষতা আরও উন্নত হবে।

এনবিআরের উদ্যোগের অংশ হিসেবে আমদানি-রফতানি হাব চালু করা হয়েছে, যা কাস্টমসের ওয়েবসাইটে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা আমদানি ও রফতানির কাগজপত্র, নিয়মনীতি এবং শুল্ক সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন, যা বাণিজ্য পরিচালনা আরও স্বচ্ছ ও কার্যকর করবে।