শিরোনাম

যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

মার্কিন উসকানির কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। মঙ্গলবার (৪ মার্চ) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর প্রসঙ্গে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পরিবেশ তৈরি করছে এবং ক্রমাগত উসকানি দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন যে, উত্তর কোরিয়া এর যথাযথ জবাব দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রতি সমর্থন জানাতেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, একই দিনে উত্তর কোরিয়া চলতি বছরে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

এ পরিস্থিতিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সংঘাতের পথ বেছে নিচ্ছে, আর দক্ষিণ কোরিয়া আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। তিনি জানান, উত্তর কোরিয়া সব ধরনের বিকল্প বিবেচনা করছে যাতে শত্রুরা তাদের নিরাপত্তা ব্যাহত করতে না পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ জোরদার করেছে। তারা আগের প্রশাসনের নীতিরই পুনরাবৃত্তি করছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক করেছিলেন। এবারও ট্রাম্প বলেছেন, তিনি কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার নেতা বর্তমানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে বেশি আগ্রহী এবং আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হতে পারেন।